Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

৪ নং গাজীরখামার ইউনিয়ন পরিষদ, শেরপুর সদর, শেরপুর।

সভার কার্যবিবরণী

সভাপতি, মোঃ তাজুল ইসলাম

সভার স্থানঃ ইউপি কার্যালয়

তাং ১৫/০৮/২০১১

সভায় উপস্থিত সদস্যদের নাম ও 

   ১।  মোঃ তাজুল ইসলাম - চেয়ারম্যান

   ২।  নুরুজ্জামান-             সদস্য

   ৩।  আক্তার আলী

   ৪। সামছুল হক

   ৫। লাহুব্বান আলী

   ৬। জুবায়েত উল্লাহ

   ৭। ছামেদুল হক।

   ৮। আব্বাস আলী

   ৯। মোফাজ্জাল হক

   ১০। নিয়ামত উল্লাহ

   ১১। মোছাঃ জিনেদা বেগম

   ১২। খোদেজা বেগম

  ১৩। রাশেদা বেগম।

সভার আলোচ্চ্য বিষয় সমূহঃ

ক) বিগত সভার কার্যবিবরণী পাঠান্তে অনুমোদন ।

খ)  ইউনিয়নের সার্বিক উন্নয়নকল্পে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ণ যেমন- ২০১১-২০১২ হতে ২০১৫-২০১৬ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভা।

  অদ্যকার সভায় জনাব মোঃ তাজুল ইসলাম হেলাল চেয়ারম্যান সাহেব সভাপতরি আ সণ গ্রহণ করার পর সভার কাজ শুরু করা  হয়।    

 

    সভার শুরুতেই মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত সকল সদস্যগনের দৃষ্টি আকর্ষণ পূর্বক ইউপি সচিব জনাব মোঃ আঃ মোমেন সাহেবকে বিগত সভার কার্যবিবরণী পাঠ করার অনুমতি প্রদান করিলে, সচিব সাহেব বিগত সভার কার্যবিবরণী অত্র সভায় উপস্থিত সকল সদস্যগনের সম্মুখে পাঠ করিয়া শুনান।  কোন সংশোধনী না থাকায় তা অনুমোদিত হয়।

    খ) নং আলোচ্চ্য বিষয়ঃ

 

  খ নং আলোচ্চ্য বিষয় সম্পর্কে মাননীয় সভাপতি সাহেব আলোচনা করেন  যে, ইউনিয়নের সার্বিক উন্নয়নকল্পে একটি  পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকা প্রয়োজন আগামী ৫ বছরে আমাদরে ইউনিয়নের জনগনের এবং ইউনিয়নের ভৌথ অবকাঠামোর কি কি উন্নয়ন করা উচিৎ কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার আগে উন্নয়ন করা প্রয়োজন, সেই বিষয়গুলির সমন্বয়ে একটি পূণার্ঙ্গ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা প্রয়োজন।

 

        উক্ত আলোচনার  প্রেক্ষিতে সম্মানিত সদস্য জনাব মোঃ নিয়াতুল্লা সাহেব প্রস্তাব করেন যে, নিম্নলিখিত  পরিকল্পনাগুলি বাস্তবায়নের লক্ষে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হউক।

 

                                                  

 

 

 

    পঞ্চবার্ষিকী পরকিল্পনাঃ

        

ক্রঃ নং

  অর্থবছর

       প্রস্তাবিত পরকিল্পনাসমূহ

        মন্তব্য

০১.

২০১১-২০১২

ক) ৪নং গাজীরখামার ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন

খ) ১০০% স্যানিট্রেশন সমাপ্তকরণ।

গ) ইউনিয়নের জনসাধারণের জন্য ১০০% আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা। 

 

০২.

২০১২-২০১৩

ক) গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন।

খ) মাটির /পাকা রাস্তার উন্নয়ন।

গ) বাধ নির্মাণ।

ঘ) ব্রীজ/কালভার্ট এবং সাকো স্থাপন।

 

০৩.

২০১৩-২০১৪

ক) কৃষিপূর্নবাসনে ব্যবস্থা।

খ) সেচের ব্যবস্থা।

গ) বীনামূল্যে কীটনাশক স্প্রে- মেশিন/কোদাল সরবরাহ।

 

০৪.

২০১৪-২০১৫

ক) মৎস্য চাষে কৃষকদের উদ্ভুদ্ধকরণ/ মৎস্য চাষের উন্নয়ণ।

খ) গবাদি পশুর উন্নয়ন

গ) বৃক্ষরোপন।

 

০৫.

২০১৫-২০১৬

ক)আইন শৃঙ্খলার উন্নয়ন ।

খ) বাল্য বিবাহ রোধকল্পে জনসাধারণকে উদ্বোদ্ধকরণ ।

গ) নারী ও শিশু নির্যাতন রোধকরণ। 

 

 

 

      উক্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবগুলি অত্র সভায় ব্যাপক আলাপ-আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

         অতঃপর সভয় আর  কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সম্মানিত সদস্যদের ধন্যবাদ দিয়ে সভার কজ সমাপ্ত ঘোষণা করেন।

 

                                                                                                                    স্বাক্ষরিতঃ

                                                                                                        (মোঃ তাজুল ইসলাম হেলাল)

                                                                                                                  চেয়ারম্যান

৪নং গাজীরখামার  ইউনিয়ন পরিষদ।

        শেরপুর সদর,শেরপুর।